Head

শরীফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি

শিক্ষক বাতায়ন

কোর্সের সময়সীমা ৩ মাস

কোর্স বিবরণ

মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং এন্ড মেন্টরিং- শীর্ষক এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে একজন অংশগ্রহণকারী মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং এন্ড মেন্টরিং (ইকো)সিস্টেম-এর মৌলিক উপাদান- অ্যাপ ও ড্যাশবোর্ড এর ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন, এমএমসি অ্যাপ ব্যবহার করে সঠিকভাবে ছবি ও অবস্থানের তথ্য সহকারে মাল্টিমিডিয়া ক্লাস প্রতিবেদন, বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন প্রতিবেদন এবং মাল্টিমিডিয়া ক্লাস পর্যবেক্ষণ করে গুণগত মূল্যায়নের প্রতিবেদন দাখিল করতে পারবেন এবং এমএমসি ড্যাশবোর্ড ব্যবহার করে বিদ্যালয় প্রতিবেদন দেখা, সত্যতা যাচাই করা এবং বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, নিজ/সকল উপজেলা, জেলা ও বিভাগ/অঞ্চলভিত্তিক বিদ্যালয়ের মাসিক/সাপ্তাহিক/দৈনন্দিন এমএমসি পারফরম্যান্স রেটিং দেখতে পারবেন।

কোর্সের উদ্দেশ্য/ এই কোর্সে আপনি কি শিখবেন

এই কোর্সের মাধ্যমে আপনি যে সকল দক্ষতা অর্জন করবেন তা হল-
১। মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং এন্ড মেন্টরিং (ইকো)সিস্টেম-এর মৌলিক উপাদান- অ্যাপ ও ড্যাশবোর্ড এর ব্যবহার সম্পর্কে ধারণা দিতে পারবেন
২। এমএমসি অ্যাপ ডাউনলোড, ইন্সটল ও লগইন করতে পারবেন এবং এই অ্যাপ ব্যবহার করে সঠিকভাবে ছবি ও অবস্থানের তথ্য সহকারে-
  • ক) মাল্টিমিডিয়া ক্লাস প্রতিবেদন দাখিল করতে পারবেন
  • খ) বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন প্রতিবেদন দাখিল করতে পারবেন
  • গ) মাল্টিমিডিয়া ক্লাস পর্যবেক্ষণ করে গুণগত মূল্যায়নের প্রতিবেদন দাখিল করতে পারবেন
৩। এমএমসি ড্যাশবোর্ড ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে - 
  • ক) এমএমসি ড্যাশবোর্ড ওয়েবসাইট ভিজিট, লগইন ও লগআউট করতে পারবেন
  • খ) বিদ্যালয়ের প্রতিবেদন মনিটরিং করতে পারবেন
  • গ) বিদ্যালয়ের পরিদর্শন ও দাপ্তরিক প্রতিবেদন দেখতে পারবেন 
  • ঘ) প্রোফাইল তথ্য পরিবর্তন আবেদন ও অনুমোদন করতে পারবেন

পাঠ্যতালিকা

  • ১। শিক্ষক বাতায়ন নিবন্ধন 
  • ২। ওয়ার্ড প্রসেসিং ( মাইক্রোসফট ওর্য়াড)
  • ৩। মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করণ ( মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট)
  • ৪। মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা
  • ৫। মুক্তপাঠ নিবন্ধন ও অনলাইন কোর্স 
  • ৬। এমএমসি মনিটরিং এন্ড মেন্টরিং
  • ৭। এমএমসি অ্যাপ-এর ব্যবহার
  • ৮। এমএমসি ড্যাশবোর্ডের ব্যবহার
  • Image result for course fee

  • ৬,০০০ টাকা মাত্র




No comments

Powered by Blogger.